• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

তিন বছরেই জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:৫১ পিএম

তিন বছরেই জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়

বিনোদন প্রতিবেদক

বাংলা সিনেমার স্টাইলিস বয় সালমান শাহ। তিনি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক। মাত্র তিন বছরের ক্যারিয়ার তার। এই স্বল্প সময়েই জয় করেছিলেন সিনেমাপ্রেমী কোটি মানুষের হৃদয়। ১৯৯৩ সালে তার প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

চলচ্চিত্র অঙ্গনে তার ক্যারিয়ার ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। মাত্র তিন বছরেই তিনি অভিনয় করেন ২৭টি সিনেমায়। ‘স্বপ্নের নায়ক’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালের ৪ জুলাই। এর আগেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে মারা যান তিনি। তখনও তিনি তুমুল জনপ্রিয়।

তত দিনে ভক্তদের মনে স্থায়ীভাবে ঠাঁই নেন এই স্বপ্নের নায়ক। তবে জনপ্রিয়তার চূড়ান্ত ধাপ তিনি দেখে যেতে পারেননি। তাই তো মৃত্যুর ২৫ বছর পর আজও কাঁদেন সালমান ভক্তরা।

সালমান শাহ অভিনীত সিনেমাগুলোর মধ্যে বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক ও আনন্দ অশ্রু অন্যতম। সিনেমার পাশাপাশি এর গানগুলোও তুমুল জনপ্রিয় শ্রোতাদের কাছে।

১৯৯৬ সালের আজকের দিনে রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে আজও রহস্য রয়েছে। জন্মস্থান সিলেটে তাকে সমাহিত করা হয়।

অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন, এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। তবে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন।

দিনটিকে কেন্দ্র করে মিলাদ মাহফিলের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এ আয়োজন হবে বলে জানান নায়ক জায়েদ খান।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, সালমান শাহ ছাড়াও গুণী অভিনেতা আনোয়ার হোসেন, সাদেক বাচ্চু ও সাইফুদ্দিন সেপ্টেম্বরে মারা গেছেন। তাদের সবার জন্যই কুরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সবুজ/এম. জামান

আর্কাইভ