• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

দশ হাজার শ্রমিককে খাদ্য সহায়তা দিলেন সানি লিওন

প্রকাশিত: মে ৬, ২০২১, ০৬:৫১ পিএম

দশ হাজার শ্রমিককে খাদ্য সহায়তা দিলেন সানি লিওন

বিনোদন ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে দিশেহারা ভারত। আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। পরিস্থিতি সামাল দিতে অনেক এলাকায় চলছে লকডাউন। এর ফলে বিপাকে পড়েছেন সেখানকার নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে অভিবাসী শ্রমিকদের সাহায্যার্থে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) সানি লিওন যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্য সহায়তা দিচ্ছেন। শুধু সানি লিওনই নয়, অনেক তারকাই এগিয়ে এসেছেন দুস্থ মানুষদের সাহায্যার্থে।

কয়কেদিন আগেই পাঁচ হাজার করোনা যোদ্ধাকে খাদ্য সহায়তা দেন সালমান খান। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা কেভিএন ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাই ব্যাঙ্গালুরুতে বিনামূল্যে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা কার্যক্রম শুরু করেন বলিউড তারকা সুনীল শেঠি।

ছাড়াও রুণ ধাওয়ান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না, আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, অজয় দেবগন, সোনু সুদসহ বলিউডের অনেক তারকাই করোনার এই সংকটকালে সাহায্যের হাত বাড়িয়েছেন।

নাজমুল/এম. জামান

আর্কাইভ