• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

করোনায় আক্রান্ত হয়ে অভিনেত্রীর অকাল প্রয়াণ

প্রকাশিত: মে ৬, ২০২১, ০৬:১৮ পিএম

করোনায় আক্রান্ত হয়ে অভিনেত্রীর অকাল প্রয়াণ

বিনোদন ডেস্ক

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই ভারতের অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রাণও হারাচ্ছেন অনেকে। এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মারাঠি হিন্দি সিনেমার অভিনেত্রী অভিলাষা পাতিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

মারাঠি সিনেমা টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিলাষা। তিনি বদ্রিনাথ কি দুলহানিয়া, ছিছোরে, গুড নিউজ, মালাল-এর মতো হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন।

জানা গেছে, অভিলাষা পাতিল উত্তরপ্রদেশের বারাণসীতে একটি ওয়েব শোর শুটিং চলাকালেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তিনি মুম্বাই ফিরে আসেন। এরপর করোনা টেস্ট করালে পরীক্ষার ফল পজিটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিলাষা পাতিল মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কয়েকদিনের লড়াইয়ের পর বুধবার তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি ফিল্ম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। বহু তারকা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অকাল প্রয়াণে শোক সমবেদনা প্রকাশ করেছেন।

নাজমুল/এম. জামান

আর্কাইভ