বিনোদন ডেস্ক
জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-শাবনাজ। এক সময়ের ঢালিউডের কাঁপানো জুটি ছিলেন তারা। অভিনয় থেকে দূরে সরে গেলেও মেয়ের সঙ্গে গান গেয়ে এবার আলোচনায় জনপ্রিয় নায়ক নাঈম।
নাঈম-শাবনাজ দম্পতির ছোট মেয়ে মাহদিয়া নাঈম মুরাদ গানের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত এক মুখ। তার সঙ্গেই গলা মিলিয়েছেন তার বাবা চিত্রনায়ক নাঈম।
সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’ গানে বাবার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মাহদিয়া। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন বাবা-মেয়ে।
সোমবার (৩০ আগস্ট) মাহদিয়া নিজের ফেসবুক পেজ থেকে গানটি আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, নৌকায় বসে গান গাইছেন বাবা-মেয়ে। হলুদ কামিজে মেয়ে আর নীল পোলো টিশার্টে হাজির হয়েছিলেন বাবা। গান গাইছেন মাহদিয়া আর নাঈম গিটারে সুর তোলার পাশাপাশি গলাও মেলাচ্ছেন গানে।
শাবনাজ-নাঈম দম্পতির বড় মেয়ে নামিরা। সে দেশের বাইরে পড়াশোনা করছে। নিজে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হলেও বোনকে নিয়মিত উৎসাহ দেন তিনি।
শাবনাজ-নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালে। এরপরই তুমুল জনপ্রিয় জুটি হয়ে উঠেন তারা। এরপর জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। পরবর্তীতে ১৯৯৪ সালে হঠাৎ করেই বিয়ে করে ফেলেন তারা। ‘জিদ’, ‘চোখে চোখে’, ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘বিষের বাঁশি’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।
ডব্লিউএস/ইফাত
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন