• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ছোট পোশাকে ‘জিরো ফিগার’ মিম

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৯:০০ পিএম

ছোট পোশাকে ‘জিরো ফিগার’ মিম

বিনোদন ডেস্ক

ফিটনেস নিয়ে বরাবরের মতোই সচেতন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। স্লিম ফিগারের এই নায়িকা নিজের ফিটনেস নিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন বেশ সতর্ক।

নিজেকে মোহময়ী রাখার জন্য সব সময়ই বেশ পরিশ্রম করেন মিম। তবে গত মাস জিমে গিয়ে বেশ ঘাম ঝরিয়েছেন তিনি। একেবারে যেন জিরো ফিগার অর্জনে ছিলেন বদ্ধপরিকর। 

রোববার (২৯ আগস্ট) তারই ঝলক মিলেছে মিমের ফেসবুক অ্যাকাউন্টে। তার মাসের পরিশ্রম যে বৃথা যায়নি তার জানান দিতেই কিছু ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিতে স্বল্পবসনে ধরা দিয়েছেন মিম। তবে পোশাক নয়, মিমের মেদহীন শারীরিক অবয়ব এসব ছবিতে নজর কেড়েছে সবার। শরীরের বাড়তি মেদ ঝরিয়েজিরো ফিগারঅর্জন করেছেন তিনি।

ছবিতে হলুদ রঙের একটি অন্তর্বাসের ওপর ঝলমলে ব্লেজার পরে হাজির হয়েছিলেন মিম। সঙ্গে ছিল ব্লেজারের কাপড়েরই ঝলমলে প্যান্ট। ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মিমের ওই পোস্টে সর্বশেষ প্রায় ৬০ হাজার রি-অ্যাশকন পড়তে দেখা গেছে। আর মন্তব্য পড়েছে প্রায় হাজার।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন- ‘তুমি যেটা চাও, সেটা সব সময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি মাস কঠোর পরিশ্রম করেছি।

মিম ব্যস্ত সময় পার করছেনঅন্তর্জালসিনেমার শুটিং নিয়ে। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, বি এম সুমনের মতো তরুণ তারকারা।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ