প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৫:৪৯ পিএম
বর্তমানে কারাগারে রয়েছেন আলোচিত নায়িকা পরীমনি। কয়েক দফা রিমান্ড
শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন আদালত। পরীমনির
মুক্তি নিয়ে সম্প্রতি সরব
হয়েছে মিডিয়া অঙ্গন। এবার তাকে নিয়ে
মুখ খুলেছেন হালের ক্রেজ সিয়াম আহমেদ।
এক
সাক্ষাৎকারে পরীমনির মামলা নিয়ে কথা বলেছেন
সিয়াম। পরীমনির মানবিক দিক তুলে ধরে
সঠিক তদন্ত ও বিচারের আশা
ব্যক্ত করেন এই অভিনেতা।
সিয়াম
বলেন, ‘তিনি মানুষের জন্য
অনেক করেছেন। অনেক অনাহারীকে খাইয়েছেন।
সংসার চলে না, এমন
অনেককে সহযোগিতা করেছেন। এগুলো একজন ভালো মানুষের
লক্ষণ। আমি চোখের সামনে
অন্যের জন্য পরীমনিকে কিছু
করতে দেখেছি। ক্ষমতা তো অনেকেরই থাকে,
কতজন করেন।’
তিনি
আরও বলেন, ‘দেশের আইনি ব্যবস্থার প্রতি
আমাদের পূর্ণ আস্থা আছে। এমন কিছু
হয়নি যে আমাদের আস্থা
নষ্ট হয়ে যাবে। আমরা
ওয়েট করছি। তিনি প্রপার জাস্টিস
পাবেন। আশা করি, তিনি
সুস্থ ও স্বাভাবিকভাবে বের
হবেন। আবারও কাজে ফিরবেন।’
বনানীর
বাসা থেকে গত ৪
আগস্ট পরীমনিকে আটক করে র্যাব। এরপর মাদক আইনে
মামলা এবং সেই মামলায়
তিন দফায় রিমান্ডে নেয়া
হয় তাকে। পরীর জামিন আবেদনের
শুনানি হবে আগামী ১৩
সেপ্টেম্বর।
ডব্লিউএস/এম. জামান