• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

যশ-প্রভাস মুখোমুখি হবেন ১৪ এপ্রিল

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৬:২৫ পিএম

যশ-প্রভাস মুখোমুখি হবেন ১৪ এপ্রিল

বিনোদন ডেস্ক

করোনার কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষেকেজিএফ-চ্যাপটার টু-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি দেয়া হবে দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

দিকে ২০২২ সালের ১৪ এপ্রিলেই মুক্তির কথা রয়েছে আরেকটি সিনেমাসালার-এর। এটি ভারতের আরেক দক্ষিণী তারকা প্রভাস অভিনীত সিনেমা। এর ফলে একই দিনে নিজেদের সিনেমা নিয়ে মুখোমুখি হতে চলেছেন যশ প্রভাস।

সবকিছু ঠিক থাকলে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন যশ প্রভাস।

কেজিএফ-চ্যাপটার টুসালারদুটি সিনেমাই নির্মাণ করেছেন নির্মাতা প্রশান্ত নীল। একই দিনে নিজের পরিচালিত দুটি হাই-প্রোফাইল সিনেমা মুক্তির ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। তবে অনেকে আবার মনে করছেন পরিবর্তিত হতে পারেসালারমুক্তির তারিখ।

কেজিএফ-টুসিনেমাটি মুক্তির কথা ছিল ২০২০ সালের অক্টোবরে। করোনায় শুটিং পিছিয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। এরপর চলতি বছরের ১৯ জুলাই মুক্তির তারিখ ঘোষণা করা হলেও করোনার কারণে সেটাও পিছিয়ে যায়।

সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। যশ ছাড়াও এতে আরও অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

দিকে অ্যাকশন-থ্রিলার ঘরানারসালারসিনেমায় প্রভাসের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানকে। ছাড়া সিনেমাটির খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামকে দেখা যেতে পারে। ভারতের মোট পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ