• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

যাচাই হচ্ছে সাত কলেজের অনলাইন পরীক্ষার সক্ষমতা

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ১২:৩৭ এএম

যাচাই হচ্ছে সাত কলেজের অনলাইন পরীক্ষার সক্ষমতা

সিটি নিউজ ডেস্ক

করোনাভাইরাস পরিস্থিতিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা আয়োজনের সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ প্রশাসন।

মঙ্গলবার (৩ আগস্ট) সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সব কলেজকে অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষার্থীদের মতামত জানতে বলা হয়েছে। কলেজগুলো শিক্ষার্থীদের মতামত নিয়ে অবহিত করবেন। কলেজের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবো।’

অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘আমাদের কলেজগুলোর একক সিদ্ধান্তে পরীক্ষা নেয়ার সুযোগ নেই। সাত কলেজের একাডেমিক অথরিটি ঢাকা বিশ্ববিদ্যালয়।’ 

তিনি আরও বলেন, ‘পরীক্ষা নেয়ার পদ্ধতিও ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে পরীক্ষা নেয়ার অনুমতি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের। এখন সেটা কার্যকরের বিষয়।’

ডব্লিউএস/নির্জন/জেডআই
আর্কাইভ