• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

টিকার জন্য বিদেশগামী ২২ হাজারের অধিক শিক্ষার্থীর নিবন্ধন

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৬:৩৭ এএম

টিকার জন্য বিদেশগামী ২২ হাজারের অধিক শিক্ষার্থীর নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টিকা না নেওয়ায় বিদেশে যেতে পারছেন না অনেক শিক্ষার্থী। এদের একটি বড় অংশ যাবেন চীনে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত চীনে যাওয়ার অপেক্ষায় থাকা ৮ হাজার ৭১৫ শিক্ষার্থী করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন বলে জানাগছে।

করোনা সেলের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত ২২ হাজার ৬৬০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এদের মধ্যে চীনের ৮ হাজার ৭১৫ জন, কানাডার ২ হাজার ৮৪১ জন, যুক্তরাজ্যের ১ হাজার ৯০৫ জন, ভারতের ১ হাজার ৮৩১, জার্মানির ১ হাজার ৩৯৫, মালয়েশিয়ার ১ হাজার ২৫৫ জন ও যুক্তরাষ্ট্রের ৬৩৩ জন শিক্ষার্থী।

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন যাচাই-বাছাই শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিচ্ছেন তারা। এ পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

গত ১৩ জুলাই থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। দুই দফা সময় বাড়িয়ে আগামী শনিবার (৩১ জুলাই) এ নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

তরিকুল

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ