
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৮:২০ পিএম
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ২২ জনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী।
অনুপস্থিত থাকার মধ্যে শীর্ষে ৩ হাজার ৪৯৬ পরীক্ষার্থী ছিলেন ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ১ হাজার ৬২২, কুমিল্লা ২ হাজার ৫৫৩, যশোরে ১ হাজার ৮০০, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ১৭৩ জন, সিলেট ১ হাজার ১৭৩, বরিশালে ১ হাজার ৩৩, দিনাজপুরে ১ হাজার ৩৪১ এবং ময়মনসিংহে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬১ হাজার ৯১২ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। বহিষ্কার করা হয় ১০ জন পরীক্ষার্থী।
এ ছাড়া কারিগরি বোর্ডে মোট ১ লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। উপস্থিত থাকাদের মধ্যে ২ জনকে বহিষ্কার করা হয়েছে।