• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ভালো শিক্ষক-শিক্ষার্থী: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:৫১ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নেই কোনো ভালো শিক্ষক-শিক্ষার্থী: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পরিবেশে অধঃপতন হয়েছে। জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের নেই কোনো ভালো শিক্ষক। একই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়েও। অনার্স-মাস্টার্স শিক্ষা কার্যক্রম চালু থাকলেও ভালো কোনো শিক্ষক-শিক্ষার্থী নেই।  

আজ রোববার সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শিক্ষাবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা লেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অধঃপতন হয়েছে।  

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উচ্চা শিক্ষায় সমস্যা আছে সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষকদের দলীয় লেজুড়বৃত্তি বেড়েছে। দলীয় রাজনীতির কারণে উন্নত শিক্ষার দিকগুলো ঢাকা পড়ে গেছে।

শিক্ষার পরিবেশের অবনতি হয়েছে উল্লেখ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে মেধার চরম অবমূল্যায়ন করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পরিবেশে অধঃপতন হয়েছে। শিক্ষক নিয়োগেও হচ্ছে অনিয়ম। জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের নেই কোনো ভালো শিক্ষক। ভবিষ্যৎ নিয়েও রয়েছে শঙ্কা। একই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়েও। অনার্স-মাস্টার্স শিক্ষা কার্যক্রম চালু থাকলেও ভালো কোন শিক্ষক-শিক্ষার্থী নেই।

দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রমুখ। 

আর্কাইভ