• ঢাকা রবিবার
    ১৯ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সব আসনে শিক্ষার্থী নির্বাচিত না হওয়ার কারণ জানাল ভর্তি কমিটির সদস্য সচিব

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৫১ পিএম

সব আসনে শিক্ষার্থী নির্বাচিত না হওয়ার কারণ জানাল ভর্তি কমিটির সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীরা অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এই ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।

এর মধ্যে ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। নির্বাচিত হয়েছে ৯৮ হাজার ২০৫ জন।

মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি শূন্য আসনের বিপরীতে আবেদন করে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। নির্বাচিত হয়েছে ২ লাখ ৭ হাজার ৮৮৩ জন।

সব আসনে শিক্ষার্থী নির্বাচিত না হওয়ার ব্যাখ্যায় ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেছেন, অনেক সরকারি-বেসরকারি স্কুলের সব আসনে শিক্ষার্থীরা আবেদন করেনি। সরকারি স্কুলে বিপুল পরিমাণে শিক্ষার্থীরা আবেদন করলেও উপজেলা পর্যায়ের জাতীয়করণ হওয়া স্কুলে আবেদন কম ছিল। হাতিয়ার একটি সরকারি স্কুলে ১০৫টি আসনের বিপরীতে ৪৩ জন আবেদন করেছন।

তিনি বলেন, একইভাবে জেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলোর সব শূন্য আসনে আবেদন পড়েনি। আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তাই কিছু আসন শূন্য রয়ে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোজাক্কার হোসেন চৌধুরী।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী ভর্তি লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ