• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে অবস্থান

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৪:২১ পিএম

৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আশ্বস্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

জানা যায়, সোমবার (১১ নভেম্বর) ১১টা নাগাদ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একটি গণপদযাত্রা নিয়ে সচিবালয়ের সামনে আসেন। পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ২ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

এদিকে অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় যাওয়ার পাঁচটি মুখে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া সচিবালয়ের বিভিন্ন গেট বন্ধ হয়ে গেছে। এতে কর্মকর্তা-কর্মচারীরা এক রকম অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

আন্দোলনের মুখপাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে তিন দিনের আলটিমেটাম দেয়া হবে। পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে আজকের মধ্যেই লিখিত দিতে হবে বলেও জানান তিনি। 

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো– শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পাওয়া ‘দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক’কে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রকল্প পরিচালক হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ দিতে হবে; শিক্ষা মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এমন ঘোষণা আসতে হবে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল); অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে। 

এদিকে বিকেল ৩টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি দাওয়া পূরণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

আর্কাইভ