• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
কোটা সংস্কার আন্দোলন

রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১২:১১ পিএম

রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে তারা বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন। সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও কোটা সংস্কার দাবিতে তারা এ আন্দোলন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে জড়ো হন এবং এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, সকালে সাড়ে ১০টা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মালিবাগ-উত্তরাগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা না পারেন সে বিষয়ে আমরা সতর্ক আছি।

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ