• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ফেসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া রুটিন

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৮:০৯ পিএম

ফেসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া রুটিন

সিটি নিউজ ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করেনি শিক্ষা বোর্ড। এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগামী ৩ জুলাই শুরু হবে বলে একটি তথ্য ছড়িয়ে পড়েছে।  তবে এ তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষাবোর্ড।

ফেসবুকে কয়েকটি গ্রুপে ছড়ানো প্রায় একই ধরনের স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘হট ব্রেকিং। এইচএসসি ২০২৪ এর পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি জুলাই মাসের ৩ তারিখ।’ বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে এ তথ্য ছড়ানো হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এইচএসসি পরীক্ষার তারিখ চূড়ান্তই হয়নি। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আমরা সংবাদ বিজ্ঞপ্তি এবং বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। এখনো এ ধরনের কোনও তথ্য আমরা প্রকাশ করিনি। ওয়েবসাইটেও দেওয়া হয়নি।

পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেওয়া হবে। তাই যেকোনো তথ্য জানতে ওয়েবসাইটে নজর রাখতে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।‌

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ