• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাবিতে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৭:০৫ পিএম

রাবিতে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছর ৫ মার্চ থেকে। তিনটি ইউনিটের পরীক্ষা চলবে ৭ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে  রাবির নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার সময় সংবাদকে জানান, শুধুমাত্র পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিষয়গুলো পরে জানানো হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে সোমবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ মার্চ। বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আগামী ৮-১৭ জানুয়ারিতে প্রাথমিক আবেদনপত্র জমা দেয়া যাবে। গত বছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয় বার ভর্তির সুযোগ। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ