প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৩:২৮ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের ১০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়েই এ ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদফতর ২১ ডিসেম্বরকে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ধরে কাজ করছে।
সূত্র জানায়, শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের ছুটির কারণে ২৪ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তবে ২২ ও ২৩ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় এরআগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফল প্রকাশের জন্য কাজ চলছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হয়। প্রথম ধাপের এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী।
জেকেএস/