• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩, ০২:০৭ এএম

শিবিরের মিছিলের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর মতিঝিলে ছাত্রশিবিরের মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা এ মশাল মিছিল করে।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক ও ঢাবি ছাত্রলীগের সদস্য পারিশা মেহজাবিনের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ হোসেন, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন, জগন্নাথ হল ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক স্বাগতম বাড়ৈ, সদস্য কথক বিশ্বাস জয়, উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ প্রমুখ। তারা সবাই ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসাবে ক্যাম্পাসে পরিচিত।

এ সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সহ-সভাপতি সুমাইয়া জান্নাত সারা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ