• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সোমবার সন্ধ্যার মধ্যে চবির অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:৩৩ এএম

সোমবার সন্ধ্যার মধ্যে চবির অছাত্রদের হল ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অছাত্র ও বহিষ্কৃতদের সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

সেখানো জানানো হয়, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ ও তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এমতাবস্থায় এ সব শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছেন তাদের আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সময়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যারা বহিষ্কারাদেশের আওতায় রয়েছে তাদেরও সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

এ সময়ের পর এ ধরনের কাউকে হলে অবস্থানরত অবস্থায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ