• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিজিপিএ ২ পেলেই মানোন্নয়ন পাবে সাত কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৩:১৭ এএম

সিজিপিএ ২ পেলেই মানোন্নয়ন পাবে সাত কলেজের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দীর্ঘ আন্দোলনের পর আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এখন থেকে সিজিপিএ ২ থাকলেই পরবর্তী বর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত সরকারি সাত (০৭) কলেজে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ ২০২১ এবং অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী সিজিপিএ ২.০০ পেয়েছে তাদেরকে যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী বলেন, সিজিপিএ ২ পয়েন্ট থাকার শর্তে  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষে উন্নীতসহ এখন থেকে সকল বিভাগে সিজিপিএ ২.০০ থাকা শর্তে পরবর্তী বর্ষে উন্নীতের নতুন বিধিমালা নির্ধারণ করা হলো।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ