• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৩:২৫ এএম

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিজিপিএ’র শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়া, তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেয়াসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে থাকা সাত কলেজের শিক্ষাথীরা আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘোষণা দেয়া হয়।

পরবর্তী কর্মসূচি ঠিক করতে আগামী মঙ্গলবার (২৯ আগস্ট) বৈঠক করবেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বৈঠক থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে এদিন দুপুরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে একে একে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, এক নারী শিক্ষার্থীসহ মোট সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদেরকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অর্থনীতির ৪র্থ বর্ষের ছাত্রী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র তৌকিবুর হাসান বাপ্পি (২৪) ও সাদেক বাপ্পি (২৩), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৫) ও ইয়াসিন আলী সাগর (২৫), সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের মাহবুব প্লাবন (২২) এবং বাঙলা কলেজের একাউন্টিং বিভাগের ৪র্থ বর্ষের রাজিব ইসলাম (২৩)।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ