• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরগুনায় নকলের দায়ে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০১:৫৬ এএম

বরগুনায় নকলের দায়ে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে নকল করায় দুই এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) তালতলী সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিস্কার হওয়া পরীক্ষার্থীরা হলো: মো. বশির ও মো.আরিফ। তারা উভয়ই তালতলী সরকারি কলেজের শিক্ষার্থী।  

বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব রবীন্দ্রনাথ হাওলাদার।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে তালতলী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা ভূমি কর্মকর্তা অমিত দত্ত। এ সময় তিনি বশির ও আরিফকে হাতেনাতে নকলসহ ধরেন। পরে তাদের বহিষ্কারের নির্দেশ দেন তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ