• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলো ৮১ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০১:৩৩ এএম

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলো ৮১ হাজার শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন হাজার ৫৪৮ আসনের। তিন হাজার ৫৪৮ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অংশ নিয়েছে ৮১ হাজার ২১৯জন।

শনিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হয়।

তিন হাজার ৫৪৮ আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৭৫, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৪৫, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ আসন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) চার হাজার ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১২ হাজার ৬২০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সাত হাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চার হাজার, চট্টগ্রাম ভেটেরিনারি, পশুবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দুই হাজার পরীক্ষার্থী। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) দুই হাজার এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি) কেন্দ্রে ৪১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া রাজধানী ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কেন্দ্রে ৪৪ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে শেকৃবিতে সাত হাজার ৫০০, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপকেন্দ্রে ২৬ হাজার ৮১৭ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপকেন্দ্রে ১০ হাজার ৪২ জন পরীক্ষার্থী রয়েছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ