• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

একাদশে ভর্তি: আবেদন শুরু ১০ আগস্ট

প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০২:০৮ এএম

একাদশে ভর্তি: আবেদন শুরু ১০ আগস্ট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। এ ধারাবাহিকতায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে অনলাইনের আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর।

সোমবার (৩১ জুলাই) একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভা হয়েছে। সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে।’

আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট গড়) পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।  

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/
 

আর্কাইভ