• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
এসএসসি ও সমমানে ৮০.৩৯ শতাংশ পাস

পাস-জিপিএ ৫, দুটোতেই এগিয়ে মেয়েরা

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩, ০৬:৩০ পিএম

পাস-জিপিএ ৫, দুটোতেই এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এ বছর নয়টি শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ছয় লাখ ১৬ হাজার ৭১ জন। ছাত্রীর সংখ্যা সাত লাখ ৬ হাজার ৩৭৫ জন। যার মধ্যে ছাত্রদের পাসের হার ৭৯.৩৪ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮২.৩৯ শতাংশ।

এ বছর সব শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ৩৩২ বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। তারা জিপিএ ৫-ও পেয়েছেন বেশি। ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৬৫০ ছাত্রী জিপিএ ৫ বেশি পেয়েছেন।

প্রাপ্ত ফলে দেখা গেছে, এ বছর ঢাকা বোর্ডে ৭৭ দশমিক ৫৫ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরিতে ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ নয় হাজার ৮০৩ জন। ছাত্রী সংখ্যা ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। অতীতে কখনও ছুটির দিনে (শুক্রবার) পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এবারই প্রথম ছুটির দিনে ফল প্রকাশ করা হলো।

 

বিএস/

আর্কাইভ