• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০৮:২১ পিএম

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে।

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ১৭ আগস্ট থেকে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

রুটিন অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা হয়ে আসছিল। তবে করোনা মহামারির কারণে তাতে ছেদ পড়ে। মহামারির কারণে এক বছর পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালেও পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।

২০২২ সালে বন্যার কারণে নভেম্বরে হয়েছিল এইচএসসি পরীক্ষা। তবে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ