• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ঢাবি শিক্ষার্থীদের দ্রুত এনআইডি সংগ্রহের তাগিদ

প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৮:০৩ পিএম

ঢাবি শিক্ষার্থীদের দ্রুত এনআইডি সংগ্রহের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন পেতে নিবন্ধন শুরু হয়েছে। এনআইডি কার্ড না থাকায় নিবন্ধন করতে পারছেন না শিক্ষার্থীদের অনেকেই। সেই জটিলতা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব নিয়মিত শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, করোনার ভ্যাকসিন পেতে তাদের দ্রুত জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভ্যাকসিন পেতে শিক্ষার্থীদের https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাশবোর্ডে লগইন করে ৬ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

এই শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশনে সেই তালিকা অনুমোদনের পর শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে ইমেইলে জানানো হবে।

এ ছাড়াও শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের পরিবহন এবং আবাসিক হলের ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। এর মধ্যে কেউ ফি জমা দিয়ে থাকলে তা পরে সমন্বয় করা হবে বলে জানানো হয়।

গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এ সময় শিক্ষার্থীরা আবাসিক হলে না থাকায় পরিবহন ও হলের ফি মওকুফ করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়েছিলেন।

ইফাত/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ