• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘সরকারি স্কুল’ লেখার অনুমতি পেল ৩ ক্যাটাগরির স্কুল

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৭:১৭ পিএম

‘সরকারি স্কুল’ লেখার অনুমতি পেল ৩ ক্যাটাগরির স্কুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য জাতীয়করণ হওয়া তিন ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়কে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়’ লেখার অনুমতি প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (২৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়সমূহে নামের সঙ্গে সংযুক্ত রেজি: বেসরকারি/বেসরকারি/কমিউনিটি শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ শব্দটি প্রতিস্থাপিত করা যাবে। যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে ‘প্রাথমিক বিদ্যালয়’ শব্দসমূহের পূর্বে ‘সরকারি’ শব্দটি সংযোজিত হবে।


২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে তা স্থাপনসহ শিক্ষক নিয়োগ দেবে। এরপর আরও কয়েক দফা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এসব স্কুল এখন থেকে সরকারি শব্দ ব্যবহার করতে পারবে।


এডিএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ