প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৭:১৭ পিএম
সদ্য জাতীয়করণ হওয়া তিন ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়কে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়’ লেখার অনুমতি প্রদান করেছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার (২৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সদ্য জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়সমূহে নামের সঙ্গে সংযুক্ত রেজি: বেসরকারি/বেসরকারি/কমিউনিটি শব্দগুলোর পরিবর্তে ‘সরকারি’ শব্দটি প্রতিস্থাপিত করা যাবে। যেসব বিদ্যালয়ের নামের সঙ্গে সরকারি শব্দটি সংযোজিত নেই সেখানে ‘প্রাথমিক বিদ্যালয়’ শব্দসমূহের পূর্বে ‘সরকারি’ শব্দটি সংযোজিত হবে।
এডিএস/