• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অফিসে বসে শিক্ষকের এসএসসির ওএমআর শিট পূরণ, ভিডিও ভাইরাল

প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৮:০৭ পিএম

অফিসে বসে শিক্ষকের এসএসসির ওএমআর শিট পূরণ, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটের গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র (ওএমআর শিট) পূরণ করার অভিযোগ ওঠেছে কেন্দ্রের এক শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে কমটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ মে) গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান তিন সদস্যের এ কমিটি গঠন করেন। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেনকে আহ্বায়ক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জাফলংয়ের শিক্ষার্থীরা আমির মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সোহরাব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়। দুটি কেন্দ্রের পরীক্ষার খাতা একসঙ্গে পাঠানো হয়। আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোহরাব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। পরে খাতাগুলো আমির মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছানো হয়।

ছড়িয়ে পড়া ভিডিওটি গত রোববারের বলে ধারণা করা হচ্ছে। ওই দিনের পরীক্ষা শেষে খাতা পৌঁছানোর পর আমির মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওএমআর শিট পূরণ করছিলেন বিদ্যালয়ের দুজন খণ্ডকালীন শিক্ষক। ওই ভিডিওতে পরীক্ষা শেষ হওয়ার পরও কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে।

[60906

এ সময় এক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন নাম্বারের কথা বলে ওই শিক্ষকের খোঁজ করতেও দেখা যায়। ভিডিওটির শেষ পর্যায়ে একটি কক্ষে দুজন শিক্ষককে ওএমআর শিট ভরাট করতে দেখা যায়।

এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক মো. তানভীর হোসেন বলেন, সোমবার তদন্ত কমিটি গঠন করার লিখিত চিঠি পেয়েছেন। কমিটিতে তিনি ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছেন। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ