• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাবিপ্রবিতে মধ্যরাতে আগুন

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৫:৪৮ পিএম

শাবিপ্রবিতে মধ্যরাতে আগুন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্যরাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের একটি কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আধা ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ভবনের ১২৭নং কক্ষে আগুন লাগে। সেখানে একটি রিসার্চ ল্যাবরেটরি ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এতে কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও চেয়ার-টেবিল পুড়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আগুন কক্ষের বাইরে ছড়াতে পারেনি। এর আগেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ