• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চবি ভর্তি পরীক্ষা আজ শুরু

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৫:০২ পিএম

চবি ভর্তি পরীক্ষা আজ শুরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এই ভর্তিযুদ্ধ। কাল বুধবারও এ ইউনিটের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত। পরীক্ষার্থীর ২ লাখ ৫৬,আসন সংখ্যা ৪ হাজার ৯২৬।

গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রক্টর নূরুল আজিম সিকদার জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্য থাকবেন ৩৫০ জন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও অগ্নিনির্বাপক সদস্য থাকবেন ৩০ জন, রেলওয়ে পুলিশ থাকবে ৩০ জন ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী থাকবেন ১৩০ জন। এ ছাড়া সাদাপোশাকেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য আটটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১.প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে থেকে নিজ আসনের অবস্থান জানতে পারবেন। আসনবিন্যাস দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।


২.প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোড করা দুই কপি প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা/পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মূল নিবন্ধন সনদ ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।


৩.পরীক্ষার হলে পরীক্ষার্থীরা এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের (মেমোরি অপশন ছাড়া) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষার হলে পরীক্ষার্থীর সঙ্গে মুঠোফোন, ক্যালকুলেটর (মেমোরি অপশন/সিম থাকা), ইলেকট্রনিক ডিভাইস আছে—এমন ঘড়ি ও কলম বা যেকোনো ধরনের ডিভাইস রাখা নিষিদ্ধ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী–অভিভাবকদের জন্য ৮ নির্দেশনা
৪.ক্যাম্পাসে আসা সব পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।


৫.অপ্রত্যাশিত ভিড় ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরীক্ষার্থীদের সঙ্গে একজনের বেশি অভিভাবক ক্যাম্পাসে আসতে পারবেন না।


৬.প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত বিষয়ে কারও কাছে কোনো অভিযোগ দৃষ্টিগোচর হলে তা প্রথম ও দ্বিতীয় শিফটে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়ের ন্যূনতম এক ঘণ্টা আগে প্রমাণাদিসহ সংশ্লিষ্ট ইউনিট কো-অর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে। এ সময়ের পর পরীক্ষা বা প্রশ্নপত্রসংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।


৭.ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।


৮.নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবককে তাঁদের জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র (যদি থাকে) সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

শাটল ট্রেনের সূচি
আগামী বৃহস্পতি, শুক্র, শনি, সোম ও মঙ্গলবার (২৩ মে পর্যন্ত)—এই সাত দিন শাটল ট্রেন নয়বার যাওয়া-আসা করবে। এই দিনগুলোয় নগরের বটতলী থেকে সকাল ৬টা, সকাল ৬টা ৩০ মিনিট, সকাল সোয়া ৮টা, সকাল পৌনে ৯টা, বেলা ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বেলা ৩টা, বিকেল ৪টা ও রাত ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ট্রেন ছেড়ে আসবে।

আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, সকাল ৭টা ৩৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, সকাল ১০টা, বেলা ১টা, বেলা ১টা ৩০ মিনিট, বিকেল ৫টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৯টা ১০ মিনিটে নগরের বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।

শাটল ট্রেনে ‍‍`জার্মান রং‍‍`

অন্যদিকে, ২১, ২৪ ও ২৫ মে—এই তিন দিন শাটল যাওয়া-আসা করবে সাতবার। সকাল ৭টা ৩০ মিনিট, সকাল ৮টা, সকাল ১০টা ৫ মিনিট, সকাল ১০টা ৪০ মিনিট, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে নগরের বটতলী থেকে ট্রেনটি ছাড়বে।

এ ছাড়া ক্যাম্পাস থেকে ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, বেলা ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা ১৫ মিনিট, বিকেল ৫টা ৪০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। ট্রেনটির বটতলী থেকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস থেকে বটতলী পর্যন্ত যাতায়াত করতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

কখন কোন ইউনিটের পরীক্ষা
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারও সকাল–বিকেল দুটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। সকালের শিফটে পরীক্ষার্থীদের সকাল পৌনে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর ১০টা ১৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ শুরু হবে। পরীক্ষা শুরু ও প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে বেলা ২টা ১৫ মিনিটে, ওএমআর ফরম বিতরণ ২টা ৪৫ মিনিটে আর পরীক্ষা শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।

আজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত বিভাগ নিয়ে গঠিত এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। কালও এই ইউনিটের পরীক্ষা হবে।

এই দুই দিন সকাল–বিকেল মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সকালের শিফটে মোট পরীক্ষার্থী ১৮ হাজার ৬৬৫, বিকেলের শিফটে ১৮ হাজার ৬৬৫। কাল সকালের শিফটে ১৮ হাজার ৬৬৫ ও বিকেলে ১৮ হাজার ৬৬৪ জন পরীক্ষা দেবেন।

আগামী বৃহস্পতি ও শুক্রবার কলা ও মানববিদ্যা অনুষদ নিয়ে গঠিত বি ইউনিট, শনিবার ব্যবসায় প্রশাসন অনুষদ নিয়ে গঠিত সি ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ডি ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।

এ ছাড়া ডি-১ ও বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৫ মে।

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ