• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোববারের সব পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে

প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৫:১৭ পিএম

রোববারের সব পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করেছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ১৪ মে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১২ মে রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচটি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষা বোর্ডগুলো হলো চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে।

 

জেকেএস/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ