• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গুচ্ছে অনীহা, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চায় ইবি শিক্ষক সমিতি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০২:০৬ এএম

গুচ্ছে অনীহা, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চায় ইবি শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুচ্ছে অনীহা প্রকাশ করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (৬ মার্চ) শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে গ্রহণ করতে হবে। এ ছাড়াও আগামী ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করতে হবে। পাশাপাশি সমিতির কার্যনির্বাহী সদস্যদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য দায়িত্ব প্রদান করা হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তি সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ভোগান্তিতে পড়ছে। ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতিতে অংশ নিয়ে ভোগান্তি আরও বেড়েছে এবং নির্দিষ্ট সময়ে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। তাই আমরা শিক্ষক সমিতি গুচ্ছতে না যাওয়ার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন পর্যন্ত আমরা সকল শিক্ষক গুচ্ছে না যাওয়ার পক্ষে অটল আছি।’

এ সময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ সমিতির অন্যান্য সদস্যরা।

আর্কাইভ