• ঢাকা শনিবার
    ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
ইবিতে ছাত্রী নির্যাতন

সানজিদাসহ ৫ ছাত্রলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: মার্চ ২, ২০২৩, ১২:৪৫ এএম

সানজিদাসহ ৫ ছাত্রলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় সানজিদাসহ ৫ ছাত্রলীগ কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ তাদের বহিষ্কারের কথা জানান।


বহিষ্কার হওয়া নেত্রীরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, হালিমা খাতুন ওরফে ঊর্মি, ইসরাত জাহান ওরফে মিম ও মোয়াবিয়া জাহান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

 

আরিয়ানএস/
 

আর্কাইভ