
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১০:১৪ পিএম
ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বিএনপিকে ‘অবৈধ দল’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দলটির জন্মই হয়েছে অবৈধভাবে। তারা নির্বাচনের আগে সব সময় চেষ্টা করে, পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।’
আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়। তারা দেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন মাঠে আছে, তেমনি মাঠে থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তিশৃঙ্খলা সুরক্ষায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তিশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
আরিয়ানএস/