• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আগস্টেই হবে ঢাবির ভর্তি পরীক্ষা

প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০৫:৩৭ পিএম

আগস্টেই হবে ঢাবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগস্টেই অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো কেন্দ্র বাছাই করতে পারবেন। বৃহস্পতিবার (২৪ জুন) ঢাবির সিনেট সভায় সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য (ভিসি) . আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা তাদের পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্প খরচে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার্থী অভিভাবকদের দুর্ভোগ কমবে।

ঢাবি ভিসি আরও বলেন, ‘বর্তমান কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো শিক্ষাব্যবস্থাকে ডিজিটালাইজড করার চিন্তা করছে। জন্য একটি ডিজিটাল হাব তৈরির পরিকল্পনা করেছে ঢাবি।

সিনেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক . মাকসুদ কামাল, স্পিকার নির্বাচিত জাতীয় সংসদের পাঁচজন সংসদ সদস্যসহ অন্য সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এবার কোভিড পরিস্থিতির কারণে বেশ কয়েকজন সদস্য ভার্চুয়ালি সভায় যোগ দেন।

গত মে মাসে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারি করোনার কারণে তা হয়নি। ভাইরাসটির কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টির সব কার্যক্রম।

মামুন/এম. জামান

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ