প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৯:২৪ পিএম
এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছে আটজন শিক্ষার্থী। আর ফেল করা ৪৩ জন পরীক্ষার্থী পাস করেছে। আর নতুন করে বিভিন্ন গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন শিক্ষার্থী।
শনিবার (২৪ ডিসেম্বর) পুনঃ ফল প্রকাশ করার সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য তুলে ধরেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শিক্ষার্থীরা যশোর বোর্ডের ১২ হাজার ৮১৭টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তারমধ্যে ১২৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ওইসব শিক্ষার্থীদের মধ্যে এফ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, এ গ্রেড পেয়েছে ৩ জন, এ মাইনাস পেয়েছে ১১ জন, বি গ্রেড পেয়েছে ৪ জন, সি গ্রেড পেয়েছে ৬ জন, ডি গ্রেড পেয়েছে ১১ জন। সি গ্রেড থেকে বি গ্রেড পেয়েছে ১ জন। বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন, এ গ্রেড পেয়েছে ২ জন ও এ মাইনাস পেয়েছে ২ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন ও এ গ্রেড পেয়েছে ১১ জন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন।
গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। যশোর বোর্ডে ৯৫ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলো। জিপিএ-৫ পেয়েছিলো ৩০ হাজার ৮৯৩ জন।