• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি সোম ও মঙ্গলবার

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৪:৩১ পিএম

দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি সোম ও মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী সোমবার (১২ ডিসেম্বর) ও মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ভর্তি  প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া  ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
 

সোমবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে মঙ্গলবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) এর লটারি প্রক্রিয়া একই স্থানে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।

গত (৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: ময়মনসিংহে বগি লাইনচ্যুত


গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) এর মতো একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

সজিব/এএল

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ