• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাসের হারে শীর্ষে কুমিল্লা, নিম্নে সিলেট,

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৯:৪৮ পিএম

পাসের হারে  শীর্ষে কুমিল্লা, নিম্নে সিলেট,

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড (৯১ দশমিক ২৮ শতাংশ) এবং সবার শেষে অবস্থান সিলেট বোর্ড (৭৮ দশমিক ৮২ শতাংশ)।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

এবার সব বোর্ডের সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

কোন বোর্ডে পাসের হার কত ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১ দশমিক ২৮, দিনাজপুর বোর্ডে ৮১ দশমিক ১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮ দশমিক ৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭ দশমিক ৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯ দশমিক ০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া মাদরাসা বোর্ডে ৮২ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৭ শতাংশ।

 

আইএ/এএল

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ