• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৬:২৪ পিএম

এসএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এ বছর পরীক্ষায় পাশ করেছে গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী । যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ। পাসের হারের দিক থেকে প্রথম অবস্থানে আছে যশোর বোর্ড এবং সর্বনিম্ন অবস্থানে আছে সিলেট বোর্ড। 

সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ।

এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এই বোর্ডে গড় পাসের হার ৯৫.১৭ শতাংশ।

ফলাফলে সর্বোচ্চ জিপিএর দিক থেকে শীর্ষস্থানে আছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ২২৫ জন। অন্যদিকে পাসের হারে পিছিয়ে আছে সিলেট শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৮.৮২ শতাংশ।

একনজরে দেখে নেয়া যাক প্রতিটি বোর্ডের পাশের হার- 
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ শতাংশ, ময়মনসিংহে ৮৬.০৭ শতাংশ, রাজশাহীতে ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লায় ৯১.২৮ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ, চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, দিনাজপুরে ৮১.১৪ শতাংশ, সিলেটে ৭৮.৮২ শতাংশ।
এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ।

এআরআই

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ