• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৯:৫৮ পিএম

২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

সিটি নিউজ ডেস্ক

গত ১৭ নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব–কমিটির সভাপতি তপন কুমার সরকার বলেন, ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ও সিলেটসহ দেশের বেশ কিছু এলাকায় দুই দফা পেছানো হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরে গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করেছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২।

আইএ/

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ