• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বৃহত্তর চট্টগ্রাম সমিতি বেরোবির নতুন নেতৃত্বে তকি-জুনাইদ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২, ০৪:৪৯ পিএম

বৃহত্তর চট্টগ্রাম সমিতি বেরোবির নতুন নেতৃত্বে তকি-জুনাইদ

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতি, বেরোবি ২০২২-২৩ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাতে সম্মানিত উপদেষ্টা মন্ডলী  প্রকৌশলী মো. আলমগীর  চৌধুরী (রেজিস্ট্রার, বেরোবি), মো. সাব্বির আহমেদ চৌধুরী (সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ) এবং মো. বেলাল উদ্দিনের (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির ২য় কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ওবায়দুল্লাহ তকি এবং সাধারণ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জুনাইদ উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

সহ-সভাপতি হিসেবে মো. শোয়াইব এবং প্রিয়দর্শী চাকমাকে মনোনীত করা হয়, অর্থ সম্পাদক মো. তানভীরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফাহিম, ইমরান বিন জাহাস হয়েছেন, সাংগঠনিক সম্পাদক ভেরুনিকা ত্রিপুরা মনোনীত করা হয়েছে।

এ ছাড়া প্রচার সম্পাদক জ্যাকসন চাকমা ও ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন ফারহানা আকতার।
 

নতুন নেতৃত্বের সভাপতি ওবায়দুল্লাহ তকি বলেন, ‘বেরোবির ৭৫ একরে আমরা একটি বৃহত্তর চট্টগ্রাম পরিবার। পরিবারের সদস্য হিসেবে আমরা সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি মনে করি এবং বিশ্বাস করি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমাদের লক্ষ্য অর্জনে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমার অবস্থান থেকে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে প্রিয় ভাইদের কল্যাণের জন্য।’

সাধারণ সম্পাদক জুনাইদ উদ্দিন বলেন, ‘বেরোবিতে আমার আবেগ, অনুভূতি এবং অনন্য ভালোবাসার একটা প্ল্যাটফর্মের নাম হলো ‍‍‘বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি‍‍। আমি ব্যক্তিগতভাবে এই সমিতিকে আমার ২য় পরিবার মনে করি। পরিবারের সদস্যের ন্যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সহযোগীতায় আগামী দিনগুলোতে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি সাজ্জাদ হোসেন মেহেদি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সামনের দিনগুলোতে সবাইকে আরও সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।

এএল

শিক্ষা সম্পর্কিত আরও

আর্কাইভ