• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আজ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১১:৫৮ এএম

আজ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এই বছরে নবম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। আজ সোমবার (১০ অক্টোবর)  থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। শিক্ষার্থীদের দিতে হবে না কোনো বিলম্ব ফি ।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, একই সময়সীমার মধ্যে পূর্বে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা তাদের বয়স, লিঙ্গ, নামের বানানসহ ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার পর কাউকে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে না। এর দায়ভার প্রতিষ্ঠানের অধ্যক্ষ বহন করবেন।

বোর্ড জানিয়েছে, জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে যেকোনো শিক্ষা বোর্ড কিংবা মাদ্রাসা শিক্ষ বোর্ড থেকে জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণরা রেজিস্ট্রেশন করতে পারবেন। ১২ বছর পূর্ণ না হলে এবং ১৮ বছরের বেশি বয়সী কাউকে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হবে না।

২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে রেজিস্ট্রেশন ফরম পূরণ করা যাবে। টাকা জমা দিতে হবে সোনালী সেবার মাধ্যমে।

 

এসএএস

আর্কাইভ