• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০১:১৯ এএম

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বেরোবি প্রতিনিধি

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও পার্কের মোড় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান শামীম প্রমুখ।

সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বের সামনে বাংলাদেশকে রোল মডেলে পরিনত করতে যাচ্ছে ঠিক সেই সময় পাকিস্তানের প্রেতাত্মা ও স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত বাংলাদেশকে অধঃপতনের দিকে নিতে উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে সর্বদা স্বোচ্চার থাকতে হবে। ক্যাম্পাসে যাতে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’ 

সাধারণ সম্পাদকের বক্তব্যে মাহাফুজুর রহমান শামীম বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে অগ্রনী ভূমিকা রাখতে হবে। বিএনপির-জামায়াতের মদদপুষ্ট জঙ্গিরা মাথাচাড়া দিয়ে যাতে উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ 

জেইউ
আর্কাইভ