জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলের ভিত্তিতে জানা যায়, এবারের এই ইউনিটে পরীক্ষায় পাসের হার ৩৪ শতাংশ। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ৮১ শতাংশ।
শিক্ষার্থীরা ওয়েবসাইটে (juniv-admission.org) লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মুঠোফোন নাম্বারে ফল জানিয়ে এসএমএস পাঠানো হবে।
এর পাশাপাশি https://juniv.edu/admission এবং https://academic.juniv.edu/ ওয়েবসাইট থেকেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে।
১ জুলাই ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরুর মাধ্যমে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৪টা ১৫ মিনিটে পঞ্চম শিফটে শেষ হয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন বলেন, ‘এ বছর ‘বি’ ইউনিটে মোট ৪৮ হাজার ৩৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিল। বিভিন্ন কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রায় ৯০ শতাংশ আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন