• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘সারা দেশের শিক্ষক সমাজকে জুতার মালা পরানো হয়েছে’

প্রকাশিত: জুন ৩০, ২০২২, ১১:৪৩ পিএম

‘সারা দেশের শিক্ষক সমাজকে জুতার মালা পরানো হয়েছে’

জবি প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নিপীড়নের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

 মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন, ‘নড়াইলের শিক্ষককে যখন জুতার মালা পরানো হয়েছে, এটা শুধু একজন শিক্ষককে পরানো হয়নি। সারা দেশের শিক্ষক সমাজকে জুতার মালা পরানো হয়েছে। এ দেশকে যাঁরা স্বাধীন করেছেন, তাঁরা কখনো এসব চিত্র দেখার জন্য স্বাধীনতা আনেননি।’

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, ‘শিক্ষকদের সঙ্গে ন্যক্কারজনক ঘটনা ঘটছে। আমরা চাই, ছাত্র–শিক্ষকের মধ্যে সব সময় মধুর সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু সম্প্রতি একটি অশুভ শক্তি এ সম্প্রতিকে বিনষ্ট করার চেষ্টা করছে। শিক্ষকেরা লাঞ্ছনা উপহার পাবেন, এটি খুবই দুঃখজনক। এটা সমাজ, দেশ, পুরো জাতির জন্য কষ্টকর।’

বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কর্মসূচি থেকে শিক্ষকেরা শিক্ষক নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সাভারে শিক্ষক উৎপল কুমার বিশ্বাসকে হত্যা, নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা এবং সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন।

শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ‘একজন শিক্ষককে জুতার মালা পরানো মানে ১৮ কোটি মানুষকে জুতার মালা পরানো। আমরা এভাবে আর মানববন্ধনে দাঁড়াইতে চাই না।’

মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংগঠনের সদস্যরা।

এসএ/
আর্কাইভ