নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার (২৭ জুন)। এবার প্রথম হয়েছেন ফরিদপুরের শিক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন বরিশাল ও মাদারীপুরের দুই শিক্ষার্থী।
প্রথম হয়েছেন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র নাহনুল কবির নুয়েল। তার মোট নম্বর ৯৬ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ৫০)।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে তাবিয়া তাসনিম ও সাবরিন আর্কার কেয়ার প্রাপ্ত নম্বর সমান। দুজনের প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ২৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ২৫)। তাবিয়া বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজ আর সাবরিন মাদারীপুরের সরকারি নাজিমুদ্দীন কলেজের ছাত্রী৷
একই নম্বর হওয়ার পরও দ্বিতীয় ও তৃতীয় অবস্থান কীভাবে নির্ধারণ করা হলো জানতে চাইলে উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে এটি ঠিক করা হয়েছে বলে জানান।
ফল প্রকাশের সময় উপাচার্য জানান, ‘খ’ ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ করে দ্রুততম সময়ে এই শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
জেইউ/এএল
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন