প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০১:২৫ এএম
করোনা
মহামারীর কারণে ২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে
নিষেধাজ্ঞা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অবশেষে সে নিষেধাজ্ঞা তুলে নিল
প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক আদেশে এ
কথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে।
এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণজনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন।
জেডআই/