• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

জাবির সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ১০:৩৩ পিএম

জাবির সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক উপাচার্যের দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে ছিলেন।

রবিবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৭৩ এর (২) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আলমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো। নতুন উপচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক নূরুল আলম বলেন, 'প্রজ্ঞাপনটি ই-মেইলের মাধ্যমে পেয়েছি।' প্রজ্ঞাপনের শর্তানুযায়ী সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানের জন্য উপাচার্যের বাসভবনে কবে উঠছেন জানতে চাইলে তিনি বলেন, 'ফারজানা ম্যাম এই মাসে বাসা ছাড়বেন। তার পর বাসভবন মেরামত করে উঠবো।'

এর আগে পহেলা মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক অফিস আদেশে অধ্যাপক নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

জেইউ/এএল
আর্কাইভ