• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা বাতিলে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১০:২৮ পিএম

প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা বাতিলে মানববন্ধন

সিটি নিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি জানিয়েছে ‘অধিকারবঞ্চিত বেকার সমাজ’ নামে একটি সংগঠন। শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি করেন।

তারা বলেন, সহকারী শিক্ষক নিয়োগে ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য এবং ২০ শতাংশ পুরুষ কোটা। সংবিধানে স্পষ্ট বলা আছে, প্রতিবন্ধী, এতিম বা অনগ্রসর শ্রেণিকে বিশেষ বিবেচনায় কোটা দেওয়া যাবে, কিন্তু এখানে সেটি মানা হয়নি। প্রতিবন্ধীরা কোটা না পেলেও শিক্ষকদের সন্তান ও স্ত্রীর জন্য কোটা রাখা হয়েছে ২০ শতাংশ।

বক্তারা বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে (১-১৩তম গ্রেড) প্রবেশে সব ধরনের কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে একটি বিশেষ বিধান যুক্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। 

বৈষম্যমূলক কোটা ব্যবস্থায় বেকার যুবকরা হতাশায় নিমজ্জিত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, এ বৈষম্যমূলক কোটা বাতিলে উচ্চ আদালত রুল জারি করলেও এর মাঝেই প্রাথমিক সহকারী শিক্ষা অধিদফতর নিয়োগের তৎপরতা চালাচ্ছে। যা আদালত অবমাননাস্বরূপ। আর কালক্ষেপণ না করে  দ্রুত নিয়োগে স্বচ্ছতা এনে কোটা বাতিল আহ্বান জানাই।'
আর্কাইভ